ঘরে বসেই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU)
সার্টিফিকেট, নম্বরপত্র, রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ডের
দ্বি-নকল/Duplicate উত্তোলণ করার নিয়মাবলী

আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আপনার কি সাটিফিকেট, নম্বরপত্র, রেজিষ্টেশন বা এডমিট কার্ড হারিয়ে গিয়েছে? এখন দ্বিনকল উত্তোলণ করা প্রয়োজন? জানেন না কীভাবে উত্তোলণ করতে হয়? 

অনার্স, ডিগ্রী, মাস্টার্সের দ্বি-নকল/Duplicate সনদ উত্তোলণ করার নিয়মাবলী

সাধারণ নিয়মাবলি
  • দ্বি-নকল সনদ বা নম্বরপত্রের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ড থাকতে হবে। অন্যথায় আগে রেজিষ্ট্রেশন ও এডমিট কাডের দি-নকল উত্তোলণ করতে হবে।
  • যে সকল ডকুমেন্টসের দ্বি-নকল তুলতে হবে সেগুলোর নাম, রেজিষ্ট্রেশন নং, রোল নং সেশন উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞপ্তি ও থানায় জিডি করতে হবে।
  • যে কোনো ডকুমেন্টস এর দ্বি-নকল নেয়ার সময় পত্রিকার মূল কপি জমা দিতে হবে।
দ্বি-নকল রেজিষ্টেশন কার্ড
  • ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্র ডাউনলোড লিঙ্ক।
  • ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্রের ফরম্যাট।
  • থানার জিডি
  • পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
  • কলেজ প্যাডে অধ্যক্ষের প্রত্যয়ন পত্র
  • 20-25 দিন সময় লাগে
বি:দ্র: দ্বি-নকল রেজিষ্টেশন কার্ড নেয়ার সময় জিডি ও পেপারে বিজ্ঞপ্তি (মূল কপি) জমা দিতে হবে।
আবেদন ফি
৳ ৫০৬/-
দ্বি-নকল এডমিট কার্ড (প্রবেশ পত্র)
  • কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্রের ফরম্যাট।
  • রেজিষ্ট্রেশন কার্ড
  • থানার জিডি
  • পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
  • সাধারণত ২০-২৫ দিন সময় লাগে
বি:দ্র: দ্বি-নকল এডমিট কার্ড নেয়ার সময় জিডি ও পেপারে বিজ্ঞপ্তি (মূল কপি) জমা দিতে হবে।
আবেদন ফি
৳ ৫০৬/-
দ্বি-নকল সাময়িক সনদ (Provissional Certificate)
  • কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্রের ফরম্যাট।
  • রেজিষ্ট্রেশন কার্ড
  • এডমিট কাড
  • থানার জিডি
  • পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
  • সাধারণত ২০-২৫ দিন সময় লাগে
বি:দ্র: দ্বি-নকল সাময়িক সনদ নেয়ার সময় জিডি ও পেপারে বিজ্ঞপ্তি (মূল কপি) জমা দিতে হবে।
আবেদন ফি
৳ ৫০৬/-
দ্বি-নকল নম্বরপত্র (Marksheet)
  • কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্রের ফরম্যাট।
  • রেজিষ্ট্রেশন কার্ড
  • এডমিট কাড
  • থানার জিডি
  • পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
  • সাধারণত ২০-২৫ দিন সময় লাগে
বি:দ্র: দ্বি-নকল নম্বরপত্র নেয়ার সময় জিডি ও পেপারে বিজ্ঞপ্তি (মূল কপি) জমা দিতে হবে।
আবেদন ফি
৳ ৫০৬/-