ঘরে বসেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU) সাটিফিকেট, নম্বরপত্র, রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ডের নাম সংশোধন করার নিয়মাবলী
আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আপনার কি সাটিফিকেট, নম্বরপত্র, রেজিষ্টেশন বা এডমিট কাডে নাম সংশোধন করা প্রয়োজন? জানেন না কীভাবে সংশোধন করতে হয়?
অনার্স, ডিগ্রী, মাস্টার্সের নাম সংশোধন এর নিয়মাবলী
সাধারণ নিয়মাবলি
- আপনার এসএসসি ও এইচএসসি সাটিফিকেটে ভূল থাকলে আগে তা সংশোধন করতে হবে।
- মাস্টাসের সাটিফিকেট সংশোধন করতে হলে আগে ডিগ্রী/অনাসের সাটিফিকেট সংশোধন করতে হবে।
- সাটিফিকেট সংশোধন করতে হলে অবশ্যই আগে রেজিষ্ট্রেশন ও তারপর এডমিট কার্ড সংশোধন করতে হবে।
- রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ড পর্যায়ক্রমে সংশোধনের পর সাটিফিকেট ও নম্বরপত্র একসাথে সংশোধন করা যাবে।
রেজিষ্টেশন কার্ড আক্ষরিক ভূল সংশোধন
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্র ডাউনলোড লিঙ্ক।
- মূল রেজিষ্ট্রেশন কার্ড – SSC ও HSC সনদপত্রের ফটোকপি।
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র (যার নামের ভূল সংশোধন করতে হবে)।
- সংশোধন হতে 15 কর্মদিবস সময় লাগে
রেজিষ্টেশন কার্ডে সংশোধন (নাম সংযোজন বিয়োজন)
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্র ডাউনলোড লিঙ্ক।
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
- মূল রেজিষ্ট্রেশন কার্ড
- জাতীয় পরিচয়পত্র (যার নামের ভূল সংশোধন করতে হবে)
- মাস্টার্সের ক্ষেত্রে এফিডেভিট লাগবে
- সংশোধনের জন্য প্রায় 2-3 মাস সময় লাগে
বি:দ্র: নাম সম্পূর্ণ পরিবর্তন করতে এফিডেভিট লাগবে
আবেদন ফি
৳ ৫০৬/-
আবেদন ফি সোনালী ব্যাংক, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া যাবে।
এডমিট কাড সংশোধন
- কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্র ডাউনলোড লিঙ্ক।
- সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড
- মূল এডমিট কার্ড (শুধুমাত্র শেষ বর্ষের)
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র (যার নামের ভূল সংশোধন করতে হবে)।
- মাস্টাসের ক্ষেত্রে এফিডেভিট লাগবে
- নাম সম্পূর্ণ পরিবর্তন করতে এফিডেভিট লাগবে
সংশোধিত প্রবেশপত্র গ্রহণের সময় পূর্বের প্রবেশপত্র ফেরত দিতে হবে।
আবেদন ফি
৳ ৫০৬/-
সাময়িক সনদ সংশোধন
- কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্র ডাউনলোড লিঙ্ক।
- কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্র ডাউনলোড লিঙ্ক।
- সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড
- সংশোধিত এডমিট কার্ড (শুধুমাত্র শেষ বর্ষের)
- সাময়িক সনদের মূলকপি
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র (যার নামের ভূল সংশোধন করতে হবে)।
- মাস্টাসের ক্ষেত্রে ও নাম সম্পূর্ণ পরিবর্তন করতে এফিডেভিট লাগবে
সংশোধিত সাময়িক সনদ গ্রহণের সময় পূর্বের সনদ ফেরত দিতে হবে।
আবেদন ফি
৳ ৫০৬/-
নম্বরপত্র (Marksheet) সংশোধন
- কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্র ডাউনলোড লিঙ্ক।
- সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড
- সংশোধিত এডমিট কার্ড (শুধুমাত্র শেষ বর্ষের)
- নম্বরপত্রের মূলকপি
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র (যার নামের ভূল সংশোধন করতে হবে)।
- মাস্টাসের ক্ষেত্রে এফিডেভিট লাগবে
- সম্পূর্ণ নাম পরিবর্তন করতে এফিডেভিট লাগবে
সংশোধিত নম্বরপত্র গ্রহণের সময় পূর্বের নম্বরপত্র ফেরত দিতে হবে।
আবেদন ফি
৳ ৫০৬/-
নাম সংশোধন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
আক্ষরিক সংশোধনের ক্ষেত্রে ২০-২৫ দিন এবং নাম সংযোজন বিয়োজন ও আমূল পরিবর্তনের ক্ষেত্রে 2-3 মাস সময় লাগে।
আপনার রেজিষ্ট্রেশন ও এডিমট কার্ডে যদি ভূল থাকে তাহলে আগে সেগুলো সংশোধন করতে হবে।
হ্যা, বিকাশ, নগদ, রকেট সহ যে কোনো মোবাইল ব্যাংক বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে দেয়া যাবে।
হ্যা, আমরা সকল অনলাইন আবেদন করে থাকি। দয়া করে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।