ঘরে বসেই

National University থেকে
ট্রান্সক্রিপ্ট / Transcript

উত্তোলণের নিয়মাবলী
আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ডিগ্রী, মার্স্টার্স বা প্রফেশনাল কোর্স শেষ করেছেন? এখন মূল সনদ উত্তোলণ করতে চাচ্ছেন? জানেন না কীভাবে পাবেন আপনার কাঙ্ক্ষিত ট্রান্সক্রিপ্ট?
ট্রান্সক্রিপ্ট উত্তোলণে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ:
  • রেজিষ্ট্রেশন কার্ড
  • সকল বর্ষের এডমিট কার্ড
  • সাময়িক সনদ (Provissional Certificate)
  • নম্বরপত্র (Marksheet)
  • HSC সার্টিফিকেট (ডিগ্রী/অনার্সের ক্ষেত্রে), ডিগ্রী/অনার্সের সার্টিফিকেট (মাস্টার্সের ক্ষেত্রে)
  • অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র (Download Form)
আবেদন ফি
৳ ৭০৬/-
আবেদন ফি সোনালী ব্যাংক, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া যাবে।

ট্রান্সক্রিপ্ট উত্তোলণ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর

সাধারণত 20-25 দিন সময় লাগে। তবে এর চেয়ে কিছুদিন কম বা বেশী  সময়ও লাগতে পারে।

আপনার যদি উপরোক্ত কোনো Documents না থাকে তাহলে আপনাকে আগে সেগুলোর দ্বিনকল কপি তুলতে হবে। 

হ্যা, বিকাশ, নগদ, রকেট সহ যে কোনো মোবাইল ব্যাংক বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে দেয়া যাবে।

হ্যা, আমরা সকল অনলাইন আবেদন করে থাকি। দয়া করে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।