ঘরে বসেই
National University থেকে মূল সনদ, সাময়িক সনদ, ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, WES Form
Verify & Attested করার নিয়মাবলী
আপনি কি বিদেশে উন্নত পড়াশুনা বা কোনো চাকরীর জন্য আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র ইত্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সত্যায়িত করাতে চাচ্ছেন। আপনি চাইলে ঘরে বসে কাজটি করতে পারেন।
Verify/Attestation এর নিয়মাবলী
মূল কপি Verify/Attestation
- পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত দিতে হবে
- মূল কপি NU One Stop Service Center এ জমা দিতে হবে
- মূল কপির সাথে এক কপি ফটোকপি জমা দিতে হবে
- প্রতি কপির জন্য ফি 300/- টাকা
- পেমেন্ট সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে। পে-স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service থেকে দেয়া হবে।
মূল কপি ও ফটোকপি Verify/Attestation
- পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত দিতে হবে
- মূল কপি জমা দিতে হবে
- মূল কপি ও ফটোকপির সাথে এক কপি করে অতিরিক্ত ফটোকপি NU One Stop Service Center এ জমা দিতে হবে
- প্রতি কপির জন্য ফি 300/- টাকা
- পেমেন্ট সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে। পে-স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service থেকে দেয়া হবে।
ফটোকপি Verify/Attestation
- অনলাইনে আবেদন করতে হবে
- যে কয় কপি Attestation করবেন তার সাথে এক কপি করে অতিরিক্ত ফটোকপি NU One Stop Service Center এ জমা দিতে হবে
- প্রতি কপির জন্য ফি 300/- টাকা
- পেমেন্ট অনলাইনে অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে।
Verify & Attestation সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
সাধারণত 2-5 দিন সময় লাগে। তবে আপনার আর্জেন্ট লাগলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service Center এ কথা বলে দেখতে পারেন।
না। পেমেন্ট সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে। পে-স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service থেকে দেয়া হবে।
– সেক্ষেত্রে আপনাকে লেমিনেটিং খুলতে হবে (লেমিনেটিং খুলতে আমাদের সাথে যোগাযোগ করুন)।
মূল কপির জন্য: 1×300=300/-, ফটোকপির জন্য 2×300=600/-, মোট 900/- টাকা।
হ্যা, আমরা সকল অনলাইন আবেদন সার্ভিস দিয়ে থাকি। দয়া করে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।